হেমন্ত শেষ হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিকের মত
কোন শোক নেই, নেই কোন খেদ, তাই হোক তবে
নামুক শিশির
কাটা ধানে
সেই আগেকার মত নুন আর আমলকী খাওয়ার সুখে
ভুলে যাই শরৎ বর্ষা গ্রীষ্ম এই সেই সেদিনের জীবন
বসন্ত যাপন
ভুলে যেতে পারলেই সুখ
     সুখ সুখ সুখ সুখ
         সুখ সুখ
           সুখ
সুখ ঝরে পড়ে থ্রি-জি স্পিডে
দেওয়ালে দেওয়ালে বিনিময় সুখের সেলফিঈশ  ন্যাকামো
কত কত অনু পল দণ্ড দিয়ে পাওয়া প্রেম আজ পণ্ডশ্রম
তোমায় অন্য কেউ পেল বলে অন্য কেউ আমায় বাজায় দেখি
ভিনদেশি ঢাকির মতন
ঠাকুর পড়লে জলে পড়ে গেলে
ধার বাকি মেটাবার লোক ধারে কাছে ঘেঁসে নাক, টিকিটি পায়না খুঁজে কেউ
তার মানে উৎসব শেষ


আদিখ্যেতা ফুরোলে
শিশির পড়তে দেখি মন গলে গলে।