বেদনার চমৎকার সুবাস হয়, ইয়ূং অ্যাডলার ফ্রয়েড বলেন সেকথা
অপূর্ব সুবাস- আমিও মানুষ বলে পারিনি এড়াতে
মন যাহা ভেবে চলে আহা সেইসব মানবিক বিভ্রম, স্বপ্নের দোষ
পতনের ভয়ে জেগে জেগে থাকা, দীর্ঘশ্বাস
সবুজ আলোটি জ্বলে সারারাত আমার নামের পাশে, যদি কথা বলে যদি কথা বলে
কোন নোটিফিকেশন আসে যদি
বিভ্রান্তিকর মোহন বাঁশির ডাক কে ফেরাতে জানে ……..
স্মৃতি মোছা যায় নাকো, এই ছিল কপালে !
ঝাঁপ তাই দিয়ে ফেলি বসন্ত বিলাপে


তার পর এয়ারপোর্টগামি বাস থেকে নেমে দেখি
ফ্রয়েড সাহেব বসে ; ভিড় ঠেলে ঠেলে  যাই, মুখোমুখি বসি
আমার মনের কথা শুনে নেয় সে, একগাল হেসে ।
আজকাল এই ভাবে নিজেকে সারাতে হয় প্রেম রোগ হলে
বেদনার ছাই ভস্ম গায়ে মেখে ভোলা,
ভুলতে সাহায্য করে একান্ত গোপনে
( টাকাগুলো গুনে নিতে ভোলে নাক রিসেপসনিস্ত )


এন্টি ডিপ্রেশন পিল কি ভালো যে লাগে সারাদিন--
সুখ নেমে আসে শেষ পর্যন্ত মাথুর পর্যায়ে ।


মিলন বিচ্ছেদ নিয়ে প্রচ্ছদ কাহিনী লেখে মাসিক পত্রিকা, বুকস্টল-এ ঝোলে।
‘সম্পর্ক টিকিয়ে রাখতে গাইডেন্স-কাউনসিলিং’ -- সঙ্গে দশটি প্রেমের গল্প,
কয়েকটি জোকস, 2BHK ফ্ল্যাট সাজানোর টিপস,
মিলনের আগে ফোরপ্লে কেন জরুরী, উইক এন্ড ট্যুর এইসবও আছে ।
--- পড়তে ভালোই লাগে প্রেম ট্রেম ফুরোলে