হেলানো গির্জার থেকে পড়ে গেল, আহা!!
ছুঁড়ে ফেলে দেখছিল নাকি গ্যালিলিও ?
মনের পতন বা মানুষের লাফ
বায়ু শূন্য প্রেম শূন্য কাচের টিউবে
বাধা না থাকলে একই হারে পড়ে
তার আর পর নেই
সিসা, লোহা, সম্পর্ক, মটর দানা, নিদেন একটু শিমূল তুলোও
একই হারে পড়ে সব : পড়ে ফেটে যায় রোজ হৃদয় মাঝারে
টুকরো টুকরো স্মৃতি-দৃশ্য জড় করে তোলে বাটলার,
হাসিমুখে ঝাঁট দেয় তুরন্ত গতিতে


অ্যারিস্টটল হলে ঠিক বুঝে নিত এঁকে।