স্মৃতিতে অহনা রয়েছো জুড়ে
কিভাবে হারিয়ে গেলে এতো দুরে?
দুরে ঐ পাহাড়ের দিকে তাকিয়ে দেখি
আকাশ কিভাবে মিশে গেছে!


তুমি -আমি এভাবেই থাকবো কথা ছিলো
জীবনের  প্রতিটি স্মৃতিতে ?
অভিমান নেই আমার, শুধু তোমার-ই আছে
নিউটাউনে পেয়ে চিঠি দিয়েছি, পৃথী মণির কাছে!


হয়তো ভুলেই গেছো ডিসেম্বর ২৮
তোমার প্রিয় মানুষটির জন্মদিন?
জন্মদিনের আগ্রহ নেই আজ তোমার
জানি অহনা বলবে, সব দোষ আমার!


চিঠি পেয়েছো জানি, কিন্তুু পড়ে দেখো নি
একটু ও কি মনে হয় না?
অহনা তুমি-ই ছিলে, আর তুমি-ই থাকবে
সে কথা হয়তো আজ ও জানো-না!


কখনো তো চেষ্টা করলে না অহনা
ভেবেছো হয়তো তোমায়  ভুলে গেছি?
শুভ্র যেমনটি ছিলো তেমনটি আছে
শুধু ভুলে থাকার অভিনয় মিছেমিছি!


কলকাতার সায়েন্স সিটিতে শেষ দেখা
জীবনের প্রতিটি স্মৃতিতে?
তুমি নেই আমি নেই, এ কেমন খেলা
ভালোবাসায় ঢেউ এ ভেসে যাচ্ছে দুজনের  ভেলা।


বি.দ্র:- [ অভিমান করে দুরে থাকাটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসা যেন আগের মতোই থাকে। ]