গৌরবের মাহেন্দ্রক্ষণ  ২১ শে ফেব্রুয়ারী
তোমার চেতনায় বাঙ্গালী দিক্ষিত!
ও হে নবীন জাগো দেশ মাতৃকার জন্যে
বাঙ্গালি হয়ে জীবনটা- ই আজ ধন্য।


১৯৫২-র এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
১৪৪ ধারা ভেঙ্গে উড়িয়েছিলো পদধুলি!
স্বৈরচারী শাসকের নির্দেশে আমার ভাইয়ের আন্দোলনে
পুলিশ নির্বিচারে করে গুলি।


তবু ও তো মাথা নোয়াইনি
ইতিহাসে আমরাই সর্বসেরা বাঙ্গালি
তোমাদের কীর্তি আবহমান বাংলা জুড়ে
বাংলার প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে- আজ ও স্মরণ করে।


ভাষার জন্য শহিদ বরকত জব্বার সালাম
আরো নাম না জানা কত যে প্রাণ
মাতৃভাষা শেষ নি:শ্বাস পর্যন্ত করিবো লালন
২১ শের চেতনায় সারা বিশ্ব করিতেছে পালন।


আমি বাঙ্গালি আমি গর্বিত
আমি এই বাংলা মায়ের সন্তান?
সারা বিশ্বের শত বাঙ্গালি, শির ঊঁচ্চ করে বলে
আমি গর্বিত বাংলা মায়ের সন্তান।


২১ শের চেতনায় ফেব্রুয়ারি তুমি চির অমর
অশুভ শক্তি আজ ও ভেঙ্গে দিতে চায় কোমর!
বুলেটের শব্দে বারুদের গন্ধময় ছিলো বাতাস
ভাষা আন্দোলন বাঙ্গালী জাতির রক্তমাখা ইতিহাস?


বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে থাকবে চিরকাল
ভাষার জন্য বিলিয়ে দেয়নি, আজ ও কোন জাতি প্রাণ ?
মাতৃভাষার জন্য তোমাদের ত্যাগের জলাঞ্জলি
দেহের শেষ রক্তবিন্দু দিয়ে রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


বি.দ্র:- [ ভাষা আন্দোলন বাঙ্গালী জাতির রক্তমাখা ইতিহাস- ভাষা শহিদদের উৎসর্গ করলাম আমার এই কবিতা । ]