চুলচেরা বিশ্লেষণে পেলুম মনে হয় কিছু
অযথা মনের কল্পনাকে বাস্তব করিতে মস্তক হল নিচু!
কেন যে মশাই গেলেন পিছু-পিছু?
উপকারের ফল মশাই চুনকালিতেই ঠিক পূর্ণ কিছু-কিছু।


কেই বা বলেছিলো, কার জন্যই করিবো!
প্রশ্নের উত্তর খুঁজিতে সকাল গড়িয়ে সন্ধ্যে, ভাব যেন মরিবো-মরিবো।
ধৈর্য তুমি মনকে দিয়েছিলে, কেন যে মনোবল?
শুধুই অবাস্তব কথোপকথন, চারিপাশে অযথাই সব গন্ডগোল।


কিসের জন্য মশাই এত যে ন্যায়ের বাণী
দুদন্ড পেরিয়ে জগাই বলে, কি আমড়ার মহাজ্ঞানী?
তাহার কাছে পবিত্র, বোতলের সাদা পানি
লোক-মুখে প্রসিদ্ধ বহুজনের প্রিয় খানি।


অন্যের উপকার হায়, এই ধরিলাম মনে মনে কান
শ্রীঘরে প্রস্থান করিলে জলে গেলো গো মোর সকল মান!
কি অপমান মশাই, কি যে অপমান?
অন্যের অপরাধ নিজের কাঁধে, নিজেই তুলে নিলাম।


বি.দ্র:- [ কখনো কখনো কিছু কাজ আমরা কখনোই করিনা কিন্তুু এই কাজগুলোর দায় নিজেই নিয়ে থাকি তা হোক ভালো বা মন্দ!  কিন্তু  কেন? ]