ফিরে এসো হে প্রিয়ে


আজ ওই গগনে সূর্য উঠবে বলে- চেয়ে আছি পাতা মেলে
ধরণিতে আজ ওঠেনি সূর্য- রক্ত রাঙা লাল হয়ে।
মেঘ গুড় গুড় আওয়াজে- আমি পাচ্ছি ভয়
এসো ফিরে হে প্রিয়ে- সূর্য তুমি কাছে আমার।


মেঘ ছিল হৃদয়ে হচ্ছিল বৃষ্টি- ছিটে ফোঁটা ঝরে নয়নে
দেখবো বলে সূর্যের উদয়- চেয়ে আছি আজ পথ পানে।
উদয় কি হবেনা সূর্য আজিকে- যাবেনাকি মনের মেঘ কাটি
দু’নয়ন ভরে দেখিবো না কি? আজ- সূর্য উদয়ের রশ্মি।


ভরা যৌবন মোর অঙ্গে অঙ্গে- কেন? হয়না সূর্যের উদয়
দেখিবারে তারে দু’চোখ মেলিয়া- আছি বসে আজ হেথায়।
সূর্য তোমাকে বাসি ভাল- স্বপ্নে করি আলিঙ্গণ
এসো তুমি মোর হৃদয় মাঝে- আলিঙ্গনে করো ক্ষয়।


এসো হে সূর্য, মোর দু’নয়ন মাঝে- আজ এসে কর আলিঙ্গণ মোরে
হবো শীতল, আজি এ প্রভাতে, এসো সূর্য এসো তুমি ফিরে- এসো ফিরে।


(অক্টোবর ১৮, ২০১৭)


(আজও আছি পথ চেয়ে)


সূর্য নামের এক মেয়ের সাথে- হয়েছিল মোর প্রেম
সেইযে গেলো, আর ফিরে না এলো- তাই চেয়ে আছি পথপানে।
অনেক বছর আগে সে বলেছিল- আবার আসবো আমি ফিরে
দাওগো বিদায় হে প্রিয়- দাওনা আজ, আমায় বিদায়।


বসে আছি সেদিন থেকে- পথপানে চেয়ে
মোর প্রিয়া, ওই- ফিরে এলো আজ বুঝি।
ভাবি বসে বসে আমি, প্রিয়া আসবে বুঝি, আজ ফিরে-
আলিঙ্গণে মনের সকল ব্যাথা- যাবে বুঝি, আজ দুরে।


(অক্টোবর ১৮, ২০১৭)


(বন্ধুর লাগি এসো ফিরে)


বন্ধুর লাগি ব্যথিত এ হৃদয়- লিখিলাম বুকের রক্ত দিয়ে
হে প্রিয়ে এসো ফিরে- আমাদের, বন্ধুর কাছে আবার
তোমার জন্যে মন আজও কাঁদে- তোমারে দেখিবারে
প্রথম প্রেম ভুলিতে নাহি পারে-
সূর্য রশ্মির লাগি- আজও আছে পথ চেয়ে।


এসো ফিরে তুমি এসো ফিরে- মোদের বন্ধুর লাগি
হউ যুগলবন্দি দু’জনা মিলে- গড় এক বিষ্ময়কর স্মৃতি।
বাঁধ সুখের ঘর, দু’জনা মিলে- একাকার হয়, হোক
সমাজের তাতে কি এসে যায়- বলতে থাকনা লোক।


আনন্দে আত্মহারা হবো- তোমাদের মিলনে
এসো ফিরে তুমি, মোর বন্ধুর লাগি- এসো সূর্য, ফিরে এবার।


(অক্টোবর ২৪, ২০১৭)


বিঃদ্রঃ আমার এক বন্ধুর প্রেম আর বিরহকে বিভক্ত করে দু’টি লেখনি লিখেছি।
শেষ লেখনিটি এইমাত্র লেখা। বর্তমানে বন্ধুটি এলাকার একটি স্কুলের শিক্ষক। সূর্য (ছদ্মনাম) নামের সেই মেয়েটি ফিরবে বলে আজও বসে আছে। বিয়ের কথা তুলতেই- যেদিন ও আসবে সেদিনই বিয়ে করবো। না আসলে ওর স্মৃতি হৃদয় মাঝে নিয়েই বাঁচবো।


লেখনিগুলি খুব একটা শ্রুতিমধুর হয়নি জেনেও আপনাদের পাঠের জন্যে প্রস্তুত মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।