(নিম্নের এই লেখনিটি শ্রদ্ধেয় ডা. জি.এম শাহিদুল ইসলাম’কে কল্পনা করে নিজ স্মরণে লেখা- এই লেখনিটি শ্রদ্ধেয় কবিবর ও বিশেষ কবিবন্ধু জি.এম শাহিদুল ইসলাম সাহেবের স্মরণে উৎস্বর্গ করলাম)


যেন হৃদয়ের নেই টান- শুধু লিখে যান
হে প্রিয় বন্ধু আমার- সময়কি একটু পান?


নাই নাই নাই সময়তো বেশি নাই- আমি এক ডাক্তার
রোগীকে নিয়ে ব্যস্ত দিন রাত- তাই, নেই সময়।


কি যে কি বলেন- ঠিকঠাক লেখেন
সময় বেড়িয়ে যাবে আপনায়।


ব্যস্ত সময় কাটে- ঘড়ির কাটা ঘোরে
স্থির নইগো আমি- ব্যস্ত রোগী নিয়ে
এই বুঝি গেলো নিয়ে- প্রাণটা
ডাক্তার আমি- যদি বাঁচাতে পারি
পরমকরুণাময়ের কাছে- শুকরিয়া আদায়ে।


সেবা করে যাই রোগীকে তাই-
যদি ফেরে জীবনটা তার।
আমি এক ডাক্তার, হতে চাই- শুধু সাধারণের।


ভিজিট নিইনা-
শুধুই যাই দেখিয়া।


মন্দ নন তিনি- জয় জয়াকার করবে রুগী
ভিজিট সেটাই হবে-
আমি এক ডাক্তার।
করিবো সেবা প্রদান- তৃপ্তি মিলবে হৃদয়ে
অগোচরে নয় সগোচরে করিব দান- আমার সেবা প্রদান
তবেই না হবো- আমি এক ডাক্তার।


ভারে কাটিনা ধারেতেও নয়- রোগী হয় গরীব
ভালবাসা দিয়ে হৃদয় উজার করে- দেব ভালবাসা
ঠিক সারিয়া যাবে- তার দেহের ব্যাথাখানি
হবে ঠিক সুস্থ্য রুগী- দেবে বাহবা।
এটাই প্রাপ্য যেনে সযতনে হৃদে নিয়ে- করিব অহংকার
আমি এক ডাক্তার।


(নভেম্বর ০১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- আসরের কবি ও ডাক্তার জি.এম শাহিদুল ইসলাম’কে নিয়ে আমার আজকের এই লিখনিটি লেখা। বিশেষ বন্ধুকে এমনটি লিখতে চেয়েছিলাম বেশ কিছুদিন ধরে কিন্তু কি লিখবো কি লিখবো করে আজ হঠাৎ এমন করে লেখা হয়ে গেল আর আপনাদের পাঠের জন্যে পোষ্টও করলাম। ভুলত্রুটি মার্জনীয়।