বাবা তুমি ছিলে পাশে- ভয় ছিলনা মনে
তুমি করতে সাপোর্ট- আপদে বিপদে।
আজ তুমি কাছে নেই- মনে পড়ে তাই বেশী করে
করছি পালন! বাবা দিবস- মানুষ দেখানোর ছলে।


আজ তুমি কাছে নেই বলে- বড্ড মনে পড়ছে
কত কটুকথা বলেছি, সহ্য করেছো- উত্তর দাওনি
খেতে দিইনি তোমায়-
মুখে টু শব্দটাও দেখিনি কোনদিন।


কিন্তু! আজ বড়বেশী মনে পড়ছে-
সেই ছোট্ট বেলার কথা
নিজে না খেয়ে ক’ত দিন খাইয়েছো
অসুখে-বিশুখে ক’ত রাত জেগেছো-
কিন্তু! আমি কি করলাম এ-
মনে আসতেই চোখ ভিজে যায়
অশ্রু যেন আজ- বাঁধ মানে না
অঝোর ধারায় ঝরতে থাকে।


বাবা ফিরে এসোনা আয়েকবার
তোমার খোকার কাছে।


বাবা তোমার সেই ছোট্ট ভায়াটা, আজ আর ছোট নেই
অনেক... অনেক... বড় হয়েছে-
বিয়ে করেছে! সংসার করছে,
তোমাকে খেতে দিইনি বলে?
ওরাও আজ আমাকে- দেয়না খেতে
আজ আমি অভুক্ত! বেড়ায় পথে পথে
সামান্য খাদ্যের সন্ধানে।


তুমি থাকতে বুঝিনি তোমার মর্ম
আজ বুঝছি- তুমি ছিলে মোর কতখানি।
অভুক্ত তোমার খোকা আজ- খাবারের সন্ধানে
নিঃস্ব অসহায় হয়ে ঘোরে পথে পথে।


(জুন ১৮, ২০১৭)


বিঃদ্রঃ দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বুঝিনা তেমনি বট গাছকে বট গাছ বলে মনে করিনা। বট গাছযে আমাদের মাথর উপর কিভাবে দাঁড়িয়ে থাকে, আমাদেরকে আগলে রাখে, আমরা তা বুঝতেই চাই না। কিন্তু যখন বট গাছটা হারিয়ে যায়, তখন আপসোস করি। কথিত আছে- মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ যদি সৃষ্টির সেরা জীবই হবে তাহলে বৃদ্ধাশ্রমের সৃষ্টি কেন?