অশ্রু ঝড়ে অঝোর ধারায়- পারিনা রাখিতে ধরে
বলিতে কি পার? কোন সে বাঁধনে
বাঁধিব- আজ তোমারে।
তুমি ছিলে মোর হৃদয় জুড়ে-
ছিলে, এ বুকের মাঝে
থাকবে আজীবন আমার হৃদয়ে
তুমি মোর সাথী হয়ে।


মরবো মরবো এ কথাটি- বলোনা আর মোরে
মরার সময় পেরিয়ে গেছে- অনে’ক বছর আগে।


চেয়েছি ভালবাসা একটু আমি- করেছো লাঞ্ছিত তুমি
পারিনি সইতে আমি- ব্যাথা ভরা এ হৃদয়ে।


আমাকে মানুষ ভাবোনি কখনো- ভেবেছো গরু গাধা
আমি মানুষ ‘আমি সৃষ্টির সেরা জীব’ বুঝিয়েছি তোমাকে-
তুমি বোঝনি আমায়- শুনতেই চাওনি? আমার বেদনাভরা সে কথাগুলো।


আমি দুর্বল তোমার কাছে- বেসেছি ভাল তোমায়
ব্যথা দিলে মনে- কাঁদবোনা কখনও, যা পুরুষের সাজেনা।


তোমার প্রেমে মসগুল- ছিলাম আমি আগে
আজ তোমাকে ছেড়ে যেতে চাই- অনে’ক অনে’ক দূরে।
থাকবোনা যখন তোমার কাছে- বুঝবে তুমি? কেমন লাগে-
পারবোনা আসতে ফিরে- আর কোন দিন, তোমার কাছে।


এইতো এই ধরার মাঝে- বলছি আজ তোমার কাছে
আসবোনা আর কখনও ফিরে- দেখাবোনা মুখ আর তোমাকে।
যাচ্ছি আজ অনে’ক দূরে- পিতা-মাতা যেথায় আছে
ডাকছে তাঁরা আয় না খোকা! তোকে ছাড়া আমরা একা।


(জুলাই ১৩, ২০১৭)