যা আসিলো মনে আমার- তাই লিখিলাম এসে
পাঠে হলাম তৃপ্ত আমি- পাঠ করিলাম যেচে
পাঠে হলো তৃপ্ত হৃদয়- পাঠ করিলাম বসে
পাঠে পাঠে জ্ঞানের আলো- উঠলো আজি জেগে

মন্দ কিসে ভালোই বা কি? - এমনি বোঝা যায়?
মন্দ নয় সকল লেখায়- পাঠে তৃপ্তি পায়।
মন্দ ভালোর বাদ-বিচারে, যেওনাগো তুমি
জ্ঞানের প্রদীপ জ্বেলে তুমি- জ্ঞানী হও দেখি?

মনে যা আসে লিখে ফেলো- নিজের মত করে
সারমর্ম? পরে খুঁজো- মগজ ধোলায় সাথে
এমনি করে লিখতে থাকো- মনে আসে যা
নানান রঙে রাঙিয়ে রাখো- অন্তরো কথা

বলে বলুক পাগল তোমায়- পাগল ঠিকই তুমি
জ্ঞানের আলোর পাগল হয়ে- থাকবে চিরদিনই
চিনুক না লোক পাগল বলে- কিইবা আছে ক্ষতি
পাগল বললে যাবে নাতো- খুঁইয়ে জীবন জ্যোতি

যা আসেগো মনে তোমার- লিখতে তুমি থাকো
ভাল মন্দ বাদ বিচারে- ওই বিধাতা, যেনো

(মার্চ ১০, ২০১৮)