এসো করি সকলে মিলে- সমাজকে সংস্কার
দ্বিধা দন্দ্ব ভুলে- মোরা, আজ হই একাকার
ভুলটি ছিল তোমার বেশি- আমার ছিল কম
তবুও, নতশিরে তোমার কাছে- কড়জোরে চাইছি ক্ষমা আমি।


বন্ধু, আমার ক্ষমা করে দাওনা- এখন তুমি
এসোনা গড়ি একটি সমাজ- আর সংস্কারের ছবি।


এসো বন্ধু সব ভুলে মিলি আজ সাথে-
গড়ি- স্বপ্নের এক সিঁড়ি।
যেথায় বসে মোরা আঁকি-
সমাজ সংস্কারের ছবি।


(অক্টোবর ৩১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- আজও ব্যস্ত আছি দোকানের মালামাল স্থানান্তর করার কাজে।