এই দেহটাও আমার নয়
তবুও আমার আমার সব
কিসেও এতো অহংকার
জড় বস্তুুর উপর।
সৃষ্টি করলো অন্তরর্যামী
রূপে দিলো প্রাণ
সত্যি বলো কজন করি
তারি গুণগান।
ভাবনাতে ডুবে বলো
কজন খুজি তারে
লীলারত প্রভূ আমার
বন্দি নই মন্দিরে।
সর্বদিকে সর্বখানে বিরাজত মন
ধ্যানমগ্ন প্রভূ আমার রূপে শিবায়ন।
কত মায়ায় পরে জীবন ভূলে আপন কথা
সৃষ্টিকর্তা ভূলে খুজি মূল্যহীন যা তা।
অন্তিমকালে মনে পরে ভূল করেছি সব
ক্ষমা করো প্রভূ তুমি ক্ষমা করো রব