বাবা এখন আর আগের মতো হয়না বাড়ি যাওয়া,
কর্মবস্ত্যতায় বন্ধি বটে তবে মূল বিষয়টি তোমার অনেকাংশেই জানা।


আমি আর বড় হয়েছি কত
বাস্তবতা আর পরিস্থিতি প্রতিনিয়তই বুজাচ্ছে
দ্বায়িত্বের গুরুত্ব।


কতটা অসহায় আজ আমি বাবা
একাক্বীতের ঘোর অন্ধকারে
ঠিকমতো হয়না তোমার আদলটা দেখা


অভিমান আজ আর হয়না কারো উপর
ব্যস্ত এই নগরীর অলিতে গলিতে দীর্ঘশ্বাশে চাপা পরে
স্নেহ ভালোবাসা মায়া মমতা আদর


ভাবছ খাম খেয়ালি করেই যাচ্ছিনা তোমাদের মাঝে
ভেতরের রক্তক্ষরণটা সমাজ দেখেনা বাবা শুধু মুখেই বলে তোর ছেলেটা বাজে।


নিঃস্প্রাণ নিথর দেহে যতোটুকু আছে টান তাও আজ বন্ধি অর্থের নিকট ধিরে ধিরে হচ্ছে ম্লান।


মুখবুঝে সহ্য করা শিখেগেছি বাবা ঠিক তোমারই মতো
অন্তরণটা আজও কান্না করে ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছে ক্ষত।


পিঠে দায়ভার মাথায় বুঝা তোমার মতো বইতে পারিনা বাবা তবে চেষ্টা করি সর্বক্ষণ নিঃস্বার্থ শব্দটা ভালোবাভেই বুঝেছি তোমার থেকে তোমার মতন।


কখনো হয়তোবা বলা হবেনা মুখোমুখি বসে বাবা
চলার পথে আজও হোঁচট খায় কোলে তুলে কেউ আর বলেনা কাঁদেনা খোকা


লক্ষ করেছো চারটি বছরে কতোটা বেড়েছে ব্যবধান
বাজারের ব্যাগ হাতে বাজারে নিয়ে যাওয়া বাবা কোলে তুলে নিজের হাতে খায়িয়ে দেওয়া মা সময়টা বড্ড স্বার্থপর ছেলা বেলায় হয়নিতো জানা


আজ আর কি বা বলবো আমি দিনশেষে তোমাকেই ভাবি তোমারই মতো হতে চাই আমি।