যদি পারতাম বদলে ফেলতাম
ছন্নছাড়া জীবন
কত সময় একা কেটেছে
অতীত হলেও আজও আপন
কত সহস্র সময় ধরে অপেক্ষায় থেকে রত
অজস্র প্রহর কেটে গিয়েছে
জোড়ায়নি মনের ক্ষত
বারিধারায় জানালা খুলে
দক্ষিণা হাওয়ার তরে
কত প্রেম নিবেদন করেছি
অকালে গিয়েছে ঝড়ে
পূর্ণিমা রজনীয় বেলকুনিতে
বসে একা একা
হঠাৎ করে হয়েছিলো
চন্ডিমার সাথে দেখা
তখনও সে আগের মতোই
উজ্জ্বলদিপ্তীশিখায়
একটু আলো জ্বেলেছিলো
মনের মণিকোঠায়
প্রভাত হওয়ার সাথে সাথে
দিনের আলো পেয়ে
মত্ত হয়ে পড়ে ছিলাম
ধরিত্রীর উপড়ে
হঠাৎ করে আয়নায় দেখে
নিজের প্রিয় মুখ
শৈশব কৈশোর পার হয়েছে
বার্ধক্যে কিসের সুখ