ইচ্ছা করে কোন এক বর্ষায়
ব্যস্ত শহরের বুকে
দুজনে মিলে প্রেমের আলপনা আঁকবো
বেলকুনি কিংবা ছাদে।
ইচ্ছা করে কোন এক গভীর রাতে
তোমার ঘুমন্ত ঠোঁটে
চাঁদের সিগ্ধতাকে স্পর্স করাবো
জানালার ফাকে।
ইচ্ছা করে শৈবালীনির ঊমির্তে
তোমার অঙ্গ ভিজিয়ে
সিক্ত চুলের সুভাষ নিয়ে
হারাবো আমি,
ভালোবাসার অতল গহব্বরে।
প্রবল ইচ্ছে ছিলো
জীবনের অবসানে তোমার মনে,
নব প্রেম সঞ্চার করে ধরনীর মাঝে
দৃষ্টান্ত স্থাপন করবো,
অনেক ভালোবেসে স্বপ্নচারিণী।