পুরোনো কোলাহলে যদি ফিরে পেতে চাও মোরে
আবেগের ঘনোঘটা করে
মনে রেখো প্রিয়
আমি বিষাদের নীলে
ডুবে আছি কুড়িটা বছর ধরে
তীব্র যন্ত্রণারা আমাকে সহানুভূতি দেখিয়েছি
অমানিশারা দিয়েছে হাজারো শান্তনা
কোথাও খুজি পাইনি ও দুহাত
যে হাত ছেড়ে গিয়েছিলো ধরে অভিযোগের বায়না
তোমরা সহানুভূতিকে উপেক্ষা করতে পারো
ভালোবাসাকে মাপতে জানো আবেগের পরিমাপে
বাস্তবতাকে আকড়ে ধরে
বর্তমানকে প্রাধান্য দেও ভবিষ্যৎকে পিছু ফেলে
আমার আর কিছু দেওয়ার নেই
প্রাপ্তিও নেই তোমাদের মাঝে
নিজেকে আড়াল রাখাটাই শ্রেয়
স্বার্থের এই বাজারে।