পরিচিত মুখগুলো আজ,
অপরিচিতার বেড়াজ্বালে বন্ধী
আড়ালে লুকানো কিছু প্রিয় মুখ
চিনতে পেরেও যেনো  অচেনার সাঁজ
বাধ্য হয়েই ফিরিয়ে নিচ্ছে মুখ
দুরুত্বটা কমাতে চেয়েও বাড়াতে হচ্ছে
ভূলে গিয়ে অতীতের স্মৃতি
একটা সময় সবাই ছিলাম আপন
দিনবদলে সে সবাই ইতি
বয়সের সাথে হারিয়েছে সব
দোষটা কি শুধুই একান্ত
সময়ের সাথে বেড়েছে ব্যবধান
কর্মজীবনে সবাই যে আজ ক্লান্ত
তবু্ও মনে পড়ে স্কুল লাইফ
কান ধরে দাঁড়িয়ে থাকা সে ব্রেঞ্চ
স্যারের মুখের বকবকানি
এসেম্বলির সেই ট্রেন
মনে পড়ে পিছনের ব্রেঞ্চের
ছোট্ট ছোট্ট দুষ্টুমি
সারা ক্লাস হাসানো আর
অসংখ্য পাগলামী।