আজও ফিরেছি খালিহাতে
একরাশ স্বপ্ন ধূলোয় উড়িয়ে
হাহাকার আর্তনাদ নির্জনতায় বিলিয়ে
বুকচাপ কষ্টগুলো সমুদ্রে তলিয়ে
অভিমানগুলো গধূলীয় হারিয়ে
ক্লান্তি নিয়ে ফিরেছি ঘড়ে
শুধু আমি মধ্যবিত্ত বলে।


আজও ফিরেছি খালিহাতে
অশ্রু ধুয়ে বর্ষায় ভিজে
পাওনার দায়ে রাত্রী মাঝে
অনাহারে থেকেছি কয়েকদিন ধরে
তবুও পায়নি খাদ্য যোগাড় করে
তুলে দিতে পরিবারের মুখে
শুধু আমি মধ্যবিত্ত বলে ।


আজও ফিরেছি খালিহাতে
মিরপুর থেকে আব্দুল্লাতে
পথচারি সেজে পায়ে হেটে
পকেট ফাকা মানিব্যাগ সাথে
উপলব্দি করেছি অভাবটাকে
শুধু আমি মধ্যবিত্ত বলে ।