আমি ভরসা করে নয়
বাধ্য হয়েই পড়ে রয়েছি এই আশ্রয়।
ছিন্ন করাটা সহজ ছিলোনা বলে ভাই
জিম্মি হয়েই হাসিমুখে শয়ে বেড়ায়।
পেছনে ছিলোনা কেউ হাত বাড়িয়ে
পা পিছলে  ডুবে যাবো অতল সাগরে
স্রোতে নয় ডুবে যাবো দারিদ্রতায়
আমি এখনও অসহায় নির্বোধ
ঘুড়াতে হয় সংসারের চাঁকা
রাগে আর সিদ্ধান্ত হয়না
ভাবতে হয়যে সব
পরিবারের বড় ছেলে সবর্দায় নিরব
সাধ ইচ্ছে আবেগ মায়া কেটে গেছে ছেলেবেলা
বিবকে আকড়ে ধরে কর্মময় পথ
পাড়ি দিয়েছি চারটি বছর যন্ত্রণার ভেতর
কে নিয়েছে খোজ খবর কে দিয়েছে আশা
যান্ত্রিক এই শহরটা যে টাকায় ভালোবাসা
কোলাহলে হয়না থাকা আনন্দ উৎসব
জীবন থেকে হারিয়েছে কৈশোর শৈশব