পশ্চাতে আমি
🌿 সুব্রত শুভ


সামনে আমার ধেয়ে আসা খেয়ে ফেলা বুড়ো ঝড়-
মড়মড় ভেঙে পড়া শেষ সরু ডাল!
বেসামাল তালে গোলে এলো মেলে সব-
কলরব কবে গেছে থেমে!
নেমে আসে আশার কুটিরে-
আঁধারে বাঁধানো ছবি দামি!
সম্মুখে কেউ নেই-
পশ্চাতে আমি!