নরম আগুন
- সুব্রত শুভ


চলো যাই জল ভরা কলসি টা ঢেলে দেই নিষিদ্ধ আদাড়ে
যে যার মুখ থুবড়ে পড়ি খানায়-খোন্দলে।
ফড়াত্ করে টেনে ছিড়ে ফেলি পতপত উড়ন্ত পতাকা
জ্বেলে দেই দাউদাউ শান্তির বিশুদ্ধ নগরী।
চিৎপটাং টান টান শুয়ে পড়ি শুয়োরের পালে
তালে তালে জুতো মারি যে যার গালে।
খপ্ করে ধরে ফেলি নরম এক নিমগ্ন দুপুর
ফক্ করে ঠেলে দেই ঝাউবনে লাঙলের ফলা।
দপ্ করে নিভে যাক পাখিদের উড়ন্ত চাহনি
দোলে দেই দুই পায়ে আগামীর সু-কুসুম আভা।
চড়াৎ করে ফেড়ে ফেলি দুই হাতে অনন্ত আকাশ
মড়াৎ করে ভেঙে দেই বিশুদ্ধ বাতাসের ঘাড়।
চারিদিকে নির্বাক  সভ্যতা- আমাদের সুন্দর ক্ষণ
এসো ভাই শয়তান- মানুষেরে মন ভরে করি!


০৪/০২/২০২১ খ্রীঃ
রাত্তির- ০২ঃ২০
আনন্দাশ্রম