চির খানখান
- সুব্রত শুভ


আমাকে পরীক্ষা করোনা কেউ,
পাশ যাবার যোগ্যতা অর্জিত হয়নি আমার,
বিস্কিটের মতো চায়ের লোভে গরম জলে গলে যাওয়া আমি-
পতঙ্গ হয়ে তুমুল একটা ঝাপটায় উড়ে বেরিয়ে আসতে চাই গলে পচা আগুন্ত অন্ধকার সরোবর থেকে!
চোখ মেলে চেয়ে দেখি অতি দূরে পিদিমের আলোকের ছটা!
আশা জাগা প্রাণ-
উড়ে গিয়ে পুড়ে মরি- চির খানখান!


২৩/০১/২০২১ খ্রীঃ