ধিক্কার
- সুব্রত শুভ


কোন এক শান্ত সময়,
বিশুদ্ধ রোদ্দুর, বৃষ্টি, অথবা স্বরূপ শোভিত  আসমানী কাব্য,
হঠাৎ বুকের মধ্যে গুড়ুম দিয়েই মাথার উপর আকাশ পড়লে ভেঙে-
এই দায়ভার কাউকে না কাউকে তো নিতে ই হবে!


পাপিষ্ঠ পায়ু ছেড়ে দ্বিখণ্ডিত হওয়া নীলিমা,
বিষাক্ত যন্ত্রে-মন্ত্রে ফালি ফালি করা সমুদ্রের বুক,
কলকারখানা র কালো ধোঁয়ায় বাতাসের ভাঙা ডানা,
কঠোর আঙুল চালিয়ে পেট থেকে অবাঞ্ছিত বলে বের করে আনা আগামীর সহাস্য রক্তপিণ্ড!
আমি এ-সব কিছুতেই মানতে পারছিনা!
এই দায়ভার কাউকে না কাউকে তো নিতে ই হবে!


২০/০১/২০২১ খ্রীঃ