হতেও তো পারে
- সুব্রত শুভ


হতেও তো পারে - নিঃসঙ্গ কাকের মতোই কেটে গেল সমস্ত টা জীবন-
দ্বিতীয় বার আর প্রেমে ই পড়া হলোনা তোমার!
এই যেমন ধরো তুমি ভাবলে ঝড় থেমে গেলে ডানা ভাঙা শালিক টাকে পরম যত্নে পুষবে তুমি,
তারপর তার সেরে ওঠা ডানায় চেপে উড়ে উড়ে ঘুরে দেখবে বন-বনান্তরে!
মন্ত্রের মতো সেই চিন্তায় মুগ্ধ তুমি
আর ওদিকে ও চাইল আবারও এক তুমুল বায়ু
অথবা ধরে নাও তুমি যেতে চাইছ কোন এক মুক্ত যুদ্ধে,
আর ও চাই লো কোন এক শান্ত সমীরণ
এলোমেলো চাপে ভুলেই গেলে তুমি মুগ্ধতার মহাশক্তি
কেমন সব মনে হতে হতে পার হয়ে গেলে সমস্ত "তুমি"
নিঃসঙ্গ কাকের মতোই কেটে গেল সমস্তটা জীবন!


১৯/০১/২০২১ খ্রীঃ