আকাশ কুসুম
সুব্রত নন্দী
৩১/০৭/১৮


চাঁদ ধরে আনা কি অত সহজ!
আকাশ কুসুম কল্পনা থাক না আকাশে,
অলীক স্বপ্নে রঙীন দিনের হাতছানি,
কেন  অযথা ব্যস্ত অবাস্তব কল্পনায়,
বেশি তো চায়নি তোমার কাছে,
ন্যূনতম মাথা গোঁজার ঠাঁই,সাথে দুমুঠো অন্ন জল,
এই নিয়েই থাকতে ভালো চায় নিপীড়িত জনগণ,
মিথ্যাচার অভিনয় আরও কতদিন?
থাক না নিরীহ জনগণের পরীক্ষা নিরীক্ষা,
ওদের সাদা খাতায় লিখতে দাও,
থাকতে দাও সবুজ ঘাসে,
আর চাই না তোমার করুণা,
অযথা অবাস্তব  কিছু ভেব না।