ভালোবাসার মন্দিরে,ভালোবেসে যাও।
আদালতের দরবারে সত্যিটা বলে দাও।
মুখোশের আড়ালে থেকো নাকো আর।
জনগনের দরবারে খোলো তোমার দ্বার।
বিশ্বময় এই ধরা,তোমার দিকে তাকিয়ে,
রেখো না নিজেকে সবার থেকে সরিয়ে।
নিষ্পাপ মনকে পরিয়ো না ধূসর আস্তরণ।
সবার মাঝে তুলে ধরো তোমার সবুজমন।
মাকড়শারজালে বাঁচার অস্ত্র খুঁজো না।
অমানিশার গর্ভগৃহে সুখনিদ্রা দিও না।
ছুড়ে ফেলো নিজস্বতা আজই করো ব্রত।
তোমার চেতনার আলো হোক সদা জাগ্রত।
হাতে হাত ধরে এগিয়ে চলো বিশ্বভুবন মেলায়।
ভাসিয়ে দাও আমিত্বকে ধরিত্রীর ভেলায়।


©সুব্রত নন্দী, ০৬/০৩/১৮