আজ হঠাৎ ছেলেবেলার স্মৃতিটা মনের আঙিনায়
উঁকি দিচ্ছে!
বলতে পারো কেন আবার পুরানো ক্যানভাসের মলিন ছবিটা নাড়া দিচ্ছে?      
এর নাম রক্তের সম্পর্ক,হৃদয়ের বন্ধন!!


একই থালায় ভাইবোনেরা পেতাম সত্যিকারের রান্নার স্বাদ!
নির্মল আনন্দে নেই দরকার আভিজাত্যের
প্রভাব!
এর নাম রক্তের সম্পর্ক,মনের বন্ধন!!


শত কষ্টেও লাগেনি ব্যাথা,বুঝিনি একলা!
শত দূর্দিনেও ছাড়িনি আশা, করিনি অবহেলা!
এর নাম রক্তের সম্পর্ক,অটুট বন্ধন!!


সবাই মিলে খেয়েছি ভাগ করে,নিয়ে বসে একথালে!
খেলেছি একসাথে,ব্যাথায় ব্যাথিত একচালে!
এর নাম রক্তের সম্পর্ক, নির্ভেজাল বন্ধন!!


ভাবিনি কোনোদিন ছাড়াছাড়ি হতে হবে!
বুঝিনি একাকিত্বের জীবনকে আচড়াতে হবে!
আজমনের কোনে জাগ্রত শুধু রক্তের সম্পর্ক,অবিরাম বন্ধন!!