মহাশূন্যের মাঝে শূন্যের কী ভূমিকা?
একদিন অর্বাচীনকে তো লীন হতে হবে!
ধরার বুকে প্রাণের কী করণীয়?
একদিন প্রাণকে তো নিষ্প্রাণ হতে হবে!
মানুষকে মনে রবে কাজের তাগিদে?
শূন্য হওয়ার আগে!
দ্রোহের অনলে দগ্ধতা আছে,
সুশীল মনকে রেখোনা কাছে,
প্লাবনে ভাসবে কোমল মন,
প্লাবিত কম্পিত মন উচাটন,
সুকীর্তি রেখে যাও মানবতার তরে!
জীবনকে শূন্য করার আগে!
আজ যে বৃত্ত একদিন শূন্যতে রবে!
কী হবে আজ শুধু ভেবে?


©সুব্রত নন্দী,13/11/17