চৌকাঠ পেরোলেই পর হ'য়ে যাও না তুমি,
জন্মের সাথে যুক্ত ছিলে, আজীবন ধন্য আমি।


অনির্বাণ আলোকবর্তিকা জ্বলবে যতক্ষণ,
আত্মিক মিত্রতা অক্ষুণ্ন থাকবে ততক্ষণ।


মাধবীলতার উষ্ণ আলিঙ্গন তোমার সান্নিধ্যে,
অনিঃশেষ অনুভবের উপলব্ধি তোমায় আরাধ্যে।


কাঠঠোকরা পারেনি ঠুকরে ক্ষতবিক্ষত করতে,
মাছরাঙা পারেনি ছোঁ মেরে সর্বস্ব তুলে নিতে।


তুমি তো ছিলে  চিলেকোঠার পরশপাথর হ'য়ে,
অনাত্মীয় হওনি আজও মনের গোপন  মন্দিরে।


পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার তুমি আজ,
বন্ধনহীন থেকেও চিরঅক্ষয় তোমার ঐচ্ছিক সাজ।