কাউন্টডাউন
সুব্রত নন্দী।
১৬/০৬/১৮


সূর্যোদয়ের সাথে ছিল জীবন শুরু,
স্বপ্নকে বাস্তব করার লম্বা দৌড়!
প্রভাতী আলোয় হাতেখড়ির বন্দনা,
স্বপ্নিল জগতে নিঃশব্দে প্রবেশ।
চোখের তারায় বর্ণময় জলছবির,
উচ্চাশার পারদ সীমানা ছাড়িয়ে!
আশা আকাঙ্ক্ষার পেন্ডুলামে সওয়ার,
অজানা ভবিষ্যৎ বাণীর হাত ধরে...
রঙিন ক্যানভাসে রঙিন স্বপ্নের হাতছানি!
ভালো মন্দের বিচারক স্বয়ংচালিত,
মুঠোবন্দি সমাজ নিজস্ব কারুকলায় লিপ্ত।
ভোরের শিউলিতে সুগন্ধের ছড়াছড়ি!
শুচি শুভ্র মন দেখেনি কালবৈশাখী,
এক আকাশ ভালোবাসার ইচ্ছাসুখ জাগ্রত।


সূর্যদেব মধ্যগগনে, তীব্র দাবদাহ।
মোহময়ী রূপের আধারে পূর্ণযৌবনা।
প্রেমের সাগরে অবগাহনে চলছে লীলা।
মনোমোহিনীর সান্নিধ্য সবাই পেতে চায়।
স্বাদগ্রহণে পাণিপ্রার্থী জাতপাতহীন সমাজ!
এখানে সবাই ছুৎমার্গহীন কোলাজ।
খরস্রোতা নদীর জলে সিক্ত হতে চায়।
ভাসিয়ে দাও ছোটো বড় উঁচু নীচু নাও!


পড়ন্ত বিকেলবেলা আলোর রোশনাই অস্তমিত,
খরস্রোতা নদীর গতিময়তা নিম্নমুখী।
শেওলা কচুরিপানায় পরিপুষ্ট জলাশয়,
তলদেশের ছেঁড়া চাদর এখন দৃশ্যমান।
প্রেম ভালোবাসার পুতুলখেলা ভাঙ হাট!
রঙমহলের রঙিন ফানুস বাস্তবের আকাশে।
সূর্য অস্তমিত, সময় আঁধারের কবলে আচ্ছন্ন,
নদীর নাব্যতা এখন ইতিহাসের পাতায়!
রঙহীন ক্যানভাসে শুধুই জীর্ণতার চালচিত্র,
জীবনের আলো অস্তমিত অমাবস্যার আঁচলে।
স্বপ্নভঙ্গ বর্ণহীন সমাজ চরিত্রহীন!
ভুলেছে আত্মীয়স্বজন কতো আপনজন!
অন্তর্জলীযাত্রা অন্তিমদশার শেষবিন্দুতে,
কাউন্টডাউন চলছে মুক্তিবেগের অপেক্ষায়!