জুটমিল
-----------
সুব্রত নন্দী
০৩/০৪/১৮


জুটমিল বিকল সব।
ছেঁড়া চটের বস্তা গুমট গুদামঘরে।
বিবর্ণ চট ছড়িয়ে আস্তাকুঁড়ে।
জীর্ণ বস্তার ললাট আঁধার গহ্বরে।
মূল্যবান অতীত আজ মূল্যহীনের শ্রীঘরে।
স্মৃতিফলক আশ্রিত অনাথআলয়ে।
অবহেলিত পুরাতনী সঙ্গীত
বেজে চলে ভাঙ্গা রেকর্ড হয়ে।