একই মানবধর্ম
--------------------
        সুব্রত নন্দী
   ১লা বৈশাখ,১৪২৫।


আজ নতুন করে ভাবো।
নববর্ষের শুভক্ষণে একটু জাগো।
সাম্যবাদ না ধর্মবাদ?
কোন পথে চলবে?
কে তোমার দিশারী হবে?
কে দেখাবে নব অভিমুখ?


বিভেদে বিভাজনে দেশটা ক্ষতবিক্ষত।
রক্ত ঝরছে,নিষ্পাপ শিশুও বাদ নেই!
ঈশ্বর তুমি তো ধর্ম করনি!
তবে কেনো মোরা ধার্মিক?
তোমার কাছে সবাই তো দেবশিশু।
তোমার সৃষ্টিতে কেনো এত আঘাত?
তুমি কী সইবে এই অনাচার?


.......এসো সবাই মিলে আবার ভাবি।
পাল্টাই ধরার সকল ভেদাভেদের ছবি।
মুক্তকণ্ঠে সবার মাঝে আবার একবার বলি--


একজাতি একপ্রাণ,একমন একতান
আগামীর মন্ত্র হোক মানবধর্ম-
"এটাই শ্রেষ্ঠ শ্লোগান।"