আতংকিত সমগ্র জাতি ,সমগ্র ধরিত্রী,
অনাহুত আশঙ্কায় মেঘাছন্ন সমগ্র পৃথিবী।
লুন্ঠিত মানবসমাজ,ধর্ষিত সাম্ম্যবাদ,
অন্ধকারাছন্ন জগৎ,সংকিত মানববাদ।


শিক্ষিতরা আজ পদদলিত,বাড়ছে আতংবাদ,
নতুন ভাবে নতুন সাজে বাড়ছে দুঃসংবাদ।
সবাই চায় সবটা নিতে,অন্ধকারটা বাদে,
তাইতো মোরা সবাই মরি,হিংসাবাদের খাদে।


সময় হয়েছে ভাবার এবার,নতুন করে জগৎ দেখার,
একই মন্ত্র,একই বাণী,হোকনা এবার জগৎখানির।
জাত পাত ভুলতে,নেই কোনো গ্লানি,
একই সুরে,একই তানে, সবাইকে একই জানি।