মমিরা পিঞ্জর বন্দি পিরামিডের কুঠুরিতে,
বৃথা চেষ্টা মৃত্ত্যুঞ্জয়ী বৈভবে!
জীবন্ত ফারাও শঙ্কিত মরণের কথা ভেবে!
রাজকীয় বিশ্বাসকে আগলে পিরামিডের দ্বারে!
রাশি রাশি ধন সম্পত্তির মাঝে নিঃস্বঙ্গ লাশ ভীত সন্ত্রস্ত!
বিলাস বৈভব যদি না মেলে ওপারে?
প্রবল পরাক্রমী রাজা ভয়ে মরে মরণোত্তর আত্মার তরে!
মনি মানিক্য,সোনাদানায় কী পিরামিডের আভিজাত্য বাড়ে?
মমির হয়ে শুধু শুধু মৃত শরীরকে আঁকড়ে ধরে!
সত্যিই কী আত্মা বিলাসিতা ভোগ করে?
বিবর্ণ বিস্মৃত লাশ,মমির খোলসে গুমরে মরে!
কতদিন মমিকে আত্মা রক্ষা করে?
আজ যে রাজা কাল সে আত্মার ফকির!
কী হবে ঐশ্বর্যের গরিমায় মরে ?


©সুব্রত নন্দী/ 03/11/17