********নতুন আলো*********


প্লাবিত মনের অন্দরমহল  শুভ্রজ্যোৎস্নায়।
হৃদয়ের রঙমহলে জেগেছে রঙমশাল।
অমানিশার পরে পূর্ণিমা রাত মনোমুগ্ধকর।
দিবসের সীমারেখায় অনুরাগ এখনো জাগ্রত।
চঞ্চল চিত্তে প্রেমের অনুরণন আবার স্পষ্ট।
পুলকিত আঁখি,মুদে আসে আগাম উৎসবে।
স্নিগ্ধতায় প্রেমময় হতে চায় এই পূর্ণিমা রাতে।
অজানা আশঙ্কায় ভাবে থাকবে কী জোৎস্নার আলো?
আলেয়ার কৃষ্ণ গহ্বরে চলে যাবে না তো?


,©সুব্রত নন্দী,