ক্যালেন্ডারের দিনগুলি ছুটছে জেট গতিতে,
চোখের পলকে পাল্টে যাচ্ছে সব!
সবাই ছুটছে,ফিরে দেখার অবকাশ নেই,
সম্মুখে দৃষ্টি,শুধু আমি মর্মস্পর্শী স্মৃতিতে!


বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করে!
ভাসিয়েছিলাম নাও তোমার উজানে!
মাঝ দরিয়ায় ভাসবো বলে,
ব্যর্থ আমি ,জীবন্ত সলিল সমাধি!


নীল গগনে অনাহুত ডানার ঝাপটা,
প্রাণের ঘুড়ি কেটেছিল মাঞ্জা সুতোতে!
জীবন সায়াহ্নে দীর্ঘ অবকাশ,
পুরাতনী স্মৃতির জাবর কাটতে!


©সুব্রত নন্দী,08/10/17