অশ্রুসজল ২২শে শ্রাবণ
সুব্রত নন্দী
১২/০৭/১৮


তুমি আছ অন্তরের প্রতিটি শিরা উপশিরায়,শয়নে স্বপনে মননে.....
প্রভাতের আলো হতে তিমির রজনী...
প্রতিটি ক্ষণে অনুভবে শুধুই তুমি।
পলে পলে বুঝি তোমার সমুদ্র উপস্থিতি!


---জন্মের হাতে ছিল মৃত্যুর পরোয়ানা!
বাইশে শ্রাবণ দিনটা বড্ড আঁধার!
স্থবির বিশ্বকবি,স্তব্ধ লেখনী,
নিঃস্ব  ভুবন রিক্ত মনন প্লাবিত ,
ঘোর অমানিশা ঘরে বাইরে।


এ ভুবনে চিরস্থায়ী কেউই নয়!
চিরস্থায়ী শুধু রেখে যাওয়া অমূল্য সৃষ্টির ভাণ্ডার।
বিশলতার ভাণ্ডারে সিক্ত তনুমন,
সাহিত্যের প্লাবনে প্লাবিত মনের কথামালা,
কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট,
দিনেরাতে ঋদ্ধ তোমার সৃষ্টির সাথে,
তোমার মাঝেই বাঁচতে চাই আগামীর পথে....।