--------------ফটো ফ্রেম----------


হটাৎ দমকা হাওয়ায় ফটোফ্রেমের দফারফা।
কাঁচের টুকরোয় রক্তিম দাগ ছড়িয়ে  চতুর্দিক।
........নীরার রঙিন স্বপ্ন ভেঙে ছিল বহুদিন আগে।
সিঁথির সিন্দূর ধুয়েছিল কালবৈশাখীর ঝড়ে।


.....শুধু বাঁচার প্রেরণা ছিল,ফটোফ্রেমের অন্দরমহলে।
অতি যত্নে আগলে রেখেছিল,প্রিয়জনের স্মৃতির ভাণ্ডার।
জীর্ণ প্লাসতারা  খসে পড়েছিল অনেকদিন।


শুধু এই একান্ত ফটোর মধ্যে ছিল ফিকে হওয়া ওমের ছোঁয়া।
আজ আবার রঙিন স্মৃতিমালা মাকড়শারজালে বিদ্ধ।
সুখানুভূতির স্মৃতিকথা ডাইরির পাতায় পাতায় আবদ্ধ।
দেশলাইকাঠির পড়ন্ত আভায়
বৃথাই আলোর দেখা!
একাকীত্বে,নির্বাক স্মৃতিকথা বলতো যে ফটোফ্রেম!
ভারাক্রান্ত মনে নীরার ভাবনা, আগামী জীবনের ভবিষ্যৎ?


©সুব্রত নন্দী।