দিনান্তে অস্তগামী রবির কিরণ,
নিস্তেজ আলোকপ্রভা সীমানা ছাড়িয়ে।
যাপনচিত্র গতানুগতিক,
দিনগত পাপক্ষয় রাতদিন।
নির্লিপ্ততার আচ্ছাদন চতুর্দিকে,
চাতক পাখির চাহনি আকাশ পানে।
চৈত্রের তপ্ত বায়ুতে নেই জলের ছোঁয়া!
শুকিয়ে যাচ্ছে গাছপালা।
নিস্তব্ধতা ছড়িয়ে ধরিত্রীর আঁচল,
বিষাদগম্ভীর পরিবেশ আজকাল।
পিপাসিত মন জলের স্পর্শ খোঁজে,
শিকড়ের প্রাণও শুকিয়ে কাঠ!
কোথায় পাবে প্রাণের স্নিগ্ধ ছোঁয়া?
সবাই যে মুখ ফিরিয়ে নিয়েছে!
©subrata nandi.