এসেছিলে ধূমকেতুর ন্যায়,
অজস্র প্রতিশ্রুতির বন্যাতে!
ভাসিয়েছিলাম সমুদ্র লহরী,
দুর্নিবার আকর্ষণের ছোঁয়াতে!


গোলাপের চারা অঙ্কুরিত মনে,
কিশলয়ের স্নিগ্ধ ছোঁয়াতে শুদ্ধ!
গোলাপের সুভাস জাগে উন্মাদনা,
পাপড়ি খসে কাঁটায় কাঁটায় বিদ্ধ!


নিশীথের গহীন তারামণ্ডলে,
খুঁজে ফিরি তব করুন মূর্ছনা!
প্রেমাতুর মুহূর্তের ঘনিষ্ঠ দিনগুলি,
রঙিন স্মৃতীগুলি হয়নি রাতকানা!


©সুব্রত নন্দী,07/10/17