কিসের গরিমা করছো বড়ো?
রূপকে খাঁচায় বন্দী করো!
তোমার দেমাক সইবে কে!
বিধাতার গড়া আমরা যে!
সবার মাঝে আছেন তিনি!
কদর্যকেও মানুষ জানি!
রূপকে ছেড়ে এগিয়ে এসো!
জীবের তরে বাঁচতে শেখো!
তোমার বিচার তোমার কাছে!
এখনো হাতে সময় আছে!
না হলে যে ভুবন মিথ্যে!
মানুষ কি আর রইলো সাথে!
মানবতাই শ্রেষ্ঠ পরিচয়!
রূপকে ফেলো,দেখবে জয়!
সকলকে ধরায় মরতে হবে!
কি হবে ছুটে রূপের ভারে?


©সুব্রত নন্দী,04/10/17