ভালোবাসার মুক্ত মঞ্চে,
নিকষ কালো প্রজাপতির আগমন।
জীবনযুদ্ধের মুক্তাঙ্গনে,
সুযোগ সন্ধানীর নিপুণ বিচরণ।


নীল নীলিমার মুক্ত গগনে,
শ্যেনদৃষ্টি বাজপাখির উড়ান।
ভুলের মাসুল দিও না বন্ধু,
বুঝে নাও সঠিক আচরণ।


অতল তলের গহ্বরে,
নীল তিমির আগমন।
সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে,
সবার আগে সতর্কীকরণ।


বন্ধুর পথে চলতে গিয়ে,
ছিটকে যেতে হয়।
সাবধানকে আপন করো।
কীসের তবে ভয়?


©সুব্রত নন্দী,