আধার রাতে আমার চেতন মন আবার স্বপন দেখায়।
আমার পাড় ভাঙা মনের মনের অন্ন্দরমহলে তোমার উত্তাল ঢেউতোলা নাও বাসর জাগায়!
দেহের ধমনী শিরার মধ্যে বইছে নিরন্তর উষ্ণপ্রস্রবণ ধারা!
আমি স্বপ্নালু দৃশ্যাবলীতে তোমার মনছবি দেখি মনের আঙিনায়।
ভালোবাসার মুক্তাঙ্গনে দেখি  স্বপ্নিল রামধনু রাজপথ।
শস্য শ্যামল বাগিচায় আমি সুমিষ্ট স্বপনকে নিবিড়ভাবে পাই।
বসন্তের কোকিল গাইছে কুহুতান মনের বাসন্তী অনুরাগে।
আমার পিপাসিত মন স্বপনে জলজ হয় জৈব চেতনায়।
নীরবতা ভেঙে ডাঙার তপ্ত বালুকাবেলা হাতছানি দেয়।
অবুঝ মন উষ্ণতা খোঁজে তোমার আদর ভালোবাসায়।
স্পন্দনশীল দেহকোষে জাগে সুরেলা অনুরণন!
আমার বিলাসী মন বারে বারে শুধু স্বপনে ফিরে যেতে চায়।
তোমার স্নিগ্ধ স্বপনের ঘনিষ্ঠতায়।


©সুব্রত নন্দী, ০৮/০৩/১৮