স্তব্ধ রাতের চরাচর জুড়ে
ঘুমিয়ে আছে অভিমানী ইচ্ছের দল
সুযোগ পেলেই জানি, মাথা তুলবে
সুযোগ পেলেই জানি,বিদ্রোহ নিশ্চিত
সুযোগ পেলেই জানি,
আমার সংযমী প্রাচীর ভেঙে খান্ খান্ ।


তবু বারবার নিয়তির কাছে হেরে যাওয়া।
তবু বারবার স্বপ্নের কাছে ফিরে ফিরে আসা
তবু বারবার ত্যাগের কাছে জমা রেখে যাওয়া
                         সযত্নে  লালিত ভালোবাসা।


সময় পেরোলেও জানি,পথ পেরোনো হয়না।
দু’চোখের পাতায় আঁধার নামে,
বর্ষাস্নাত হয় উত্তপ্ত ওষ্ঠ।
তুমি ফিরে যাও চোরাগলির—
             গোপন পথ ধরে।
হাজার তারায় আলোকিত ছায়াপথে
            সহসা ভেসে ওঠে মরা চাঁদ।
তবু-কুহকের হাতছানি লক্ষ্যভ্রষ্ট করে
বরবার।


উপেক্ষিত পিছুটান আর অনিশ্চয়তার হাত ধরে
   শুরু করি আরো একটা দিন।
অপ্রাপ্তি ভুলে প্রাপ্তির নেশায় —
তোমার অদৃশ্য হাত ধরি।
হাঁটতে থাকি সুদীর্ঘ পথ...