ছড়িয়ে থাকা আবছা আলো-আঁধারিতে
নিশ্ছুপ একাকী চাঁদ।
শ্যাওলা ধরা চাঁদের রেলিং ঘেঁষে
নেমে আসা বিষাদ-
মন ছুঁয়ে যায়।
আগুনের ফাঁকের নিকোটিনের ধোঁয়া
হাওয়ায় মেশায় না হতে পারা গল্পদের।
আনমনা উদাসী হাওয়ায়
চকিতে জাগে মূল্যবোধ,
মস্তিষ্কের শিরায় শিরায় ছড়িয়ে দেয়
চেতনার লাল রং।
কখন যেন কালো মেঘের দল
গ্রাস করে নেয় চাঁদের সব অহংবোধ।
ক্রমশ একলা হতে থাকা
নিঃসঙ্গ মন হাতড়ে খোঁজে
নিশার স্বপ্ন-সাথীকে...।