ক্রমাগত মুছে যাচ্ছে সীমানাগুলো
‘সব পেয়েছি’-র ময়দানে—
হঠাৎ করেই উঠছে ‘মন কেমন’-এর ধুলোঝড়
নিজস্ব সত্তার খোঁজে ঘুড়ে বেড়ানো
জোটবাঁধা আদ্যন্ত লড়াই
হঠাৎ ই হয়ে যাচ্ছে ছত্রভঙ্গ  
কুয়াশার আচ্ছাদনে ক্রমশ
অস্পষ্ট হয়ে আসছে শিথিল হয়ে আসা
প্রিয় সম্পর্কের সমস্ত প্রতিশ্রুতি ।
অজানা এক অস্থির সময়ে—
হারিয়ে যাচ্ছে বেঁচে  থাকার সব রসদ।
শুকিয়ে  যাচ্ছে সবুজ স্বপ্নের
              সদ্য প্রস্ফুটিত কুসুম।


শুধু অসীমের চেয়েও দীর্ঘ এক দীর্ঘশ্বাস ,
শুধু শতবর্ষ বুকে চেপে রাখা কান্নারা
একবার প্লাবন আনুক—
চিরবন্ধ্যা অপেক্ষার এই ধূসর ভূমিতে।
ভেসে যাক সব অতীত,কালো স্মৃতি
যেমন করে সদ্যোজাত-র তীব্র কান্নায় —
মুছে যায় তার পূর্ব-জন্ম-স্মৃতি ।


আর তারপর—
সম্পূর্ণ নির্ভার আমি
আকাঙ্ক্ষার স্নিগ্ধ-শীতল জলে সুস্নাত হয়ে
আরেকটিবার বসতে চাই
স্বপ্নের ভাঙা দর্পনের সামনে।
আরেকটিবার দেখে নিতে চাই—
নিস্তেজ হয়ে আসা এই দু’চোখে
জ্বলে ওঠে কি না—
           আত্মবিশ্বাসের ছাই-চাপা আগুন।