আমার সাথে চলে যাবে কলকাতার খড়খড়ি
চলে যাবে শীর্ষাসন
বসন্তের বালিশে
তখন বোধন
আমার সাথে চলে যাবে বোধোদয়


এখনো উড়ছে শিমুল গাছ
এখনো মেঘ ঘাসের আগায়
তারপর সব তুষারযুগ
দেখলে মনে হবে বরফের নদী
আবহমান  অজ্ঞাত হয়ে যাবে।


এই বারকোশে
সাজিয়ে দিলাম
শারদ গগন
গ্রামোফোন আমাকে ভালোবাসে
বাসন্তী রঙ দুর্লভ
এই পুষ্পার্ঘ্য সাজিয়ে দিলাম
এই কথকতা,
সাজিয়ে দিলাম


বর্ষশেষে
ফিকে হয়ে যাবে দেওয়াল
ফিকে হয়ে যাবে শরতের ছবি
আশ্বিনে তখন গনেশ পুজো
আর ধনতেরাস
আমার সাথে চলে যাবে আঙ্কেল পোজার্


সুচয়ন