আমারা কাকের দল
মোদের শরীরে নেই রং
আমরা কালো,আমরা নীচু,
আমরা বাস করি বস্তি পাড়ায়,
আমরা সমাজের পিলসুজ।


আমরা কাকের দল
আমরা নেমে পড়ি রোজ রাস্তাতে
সকাল থেকে বিকেল
আমরা ভক্ষণ করি সব আবর্জনা
সাজিয়ে রাখি শহর
আমরা কাকের দল।


আমরা  ডাকলে নাকি অশুভ সূচনা
আমরা পাই না আদর
আমরা ঘরের পাঁচিলে বসলে
খাই শুধু ইট-পাথর।
কুহেলিকা ভরা রাস্তাতে
আমরা কাকের দল
আমরা না হলে দেশটা আজ
হত খুবই দুর্বল
আমরা কাকের দল॥