ঘুম ভাঙ্গে নিশীথের ডাকে!
অগছিত বেয়াদপি প্রয়োজন মনে করে নিশি,
উঠোনের অঙ্কে মাথা রাখে চাঁদনী ,
ক্ষুধার্থ তারাদের থেকে উঠে আসে কলরব।
চমকিত বেদনাপূর্ণ তাদের গলার স্বর-
বারবার মূর্চ্ছে দেয় আমাকে উষ্ণতায়।
বিরামহীন ভাবনা থমকে যায়-
ভুখা সড়কের করুণ আর্তনাদে,
আর দরদি লেখনীর হতে থাকে পুনরাবৃত্তি,
ঐতিহাসিক পুনরাবৃত্তি ।